অত্র প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের হাট কয়েড়া গ্রামে অবস্হিত। প্রতিষ্ঠানটি উপজেলা সদর হতে ১৫ কিঃ মিঃ পশ্চিম দিকে অবস্হিত। প্রতিষ্ঠানের দুইটি বিল্ডিং ও একটি পরিত্যক্ত বিল্ডিং আছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ সংখ্যা ৫টি। বর্তমানে ৫ জন শিক্ষক কর্মরত আছেন।
ঘাটাইল উপজেলাধীন হাট কয়েড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিগন অনুভব করেন যে, এই গ্রামে একটি বিদ্যালয় স্হাপন করা প্রয়োজন। কারন অত্র এলাকায় কোন বিদ্যালয় না থাকায় দূর দূরান্তে শিশুদের পড়াশুনা করতে হয়। বিদ্যালয় নির্মানের লক্ষ্যে কয়েক জন বিজ্ঞ ও বিদ্যোৎসাহী একত্রিত হয়ে ৭৬ শতাংশ জমি দান করেন। ১৯৭৪ সালে সরকার এটিকে জাতীয় করন করেন। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিক নং | সদস্যদের নামের তালিকা | ক্যাটাগরী | পদবী |
০১ | মোঃ আঃ মালেক তাং | অভিভাবক সদস্য | সভাপতি |
০২ | মোঃ আফজাল হোসেন | বিদ্যোৎসাহী পুরুষ | সহ-সভাপতি |
০৩ | ডাঃ বিমলেন্দু কুমার সাহা | ভুমি দাতা সদস্য | সদস্য |
০৪ | মোঃ আবুল হাসেম | উচ্চ বিদ্যালয়ের শিক্ষক | সদস্য |
০৫ | মোঃ আবু সাইদ | অভিভাবক পুরুষ | সদস্য |
০৬ | মোছাঃ আলেয়া বেগম | বিদ্যোৎসাহী মহিলা | সদস্যা |
০৭ | মোছাঃ ময়মনা বেগম | অভিভাবক মহিলা | সদস্যা |
০৮ | মোঃ মোনছের আলী শেখ | ইউ.পি সদস্য | সদস্য |
০৯ | শিউলী রানী সাহা | অভিভাবক মহিলা | সদস্যা |
১০ | এস এম নূরই আলম | সহকারী শিক্ষক | সদস্য |
১১ | মোঃ সোহরাব হোসাইন | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
শতকরা ১০০ ভাগ।
২০০৯ সালঃ মেধাবী ৪ জন।
২০১০ সাল নাই।
২০১১ সাল নাই।
২০১২ সাল নাই।
২০১৩ সাল নাই।
শতভাগ ভর্তি ঝড়ে পড়ার হার কমেছে। নারী শিক্ষার অগ্রগতি, পাশের হার১০০%
প্রতিটি শিক্ষার্থীকে অর্জন উপযোগী যোগ্যতা অনুযায়ী গড়ে তোলা। প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত করা।
৪৩নং হাট কয়েড়া সরঃ প্রাঃ বিদ্যাঃ। গ্রামঃ হাট কয়েড়া, ডাকঘর- বাগুনডালী, উপজেলা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল।
২০০৯ সালঃ মেধাবী ৪ জন।
২০১০ সাল নাই।
২০১১ সাল নাই।
২০১২ সাল নাই।
২০১৩ সাল নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস