যোগীহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার অন্তর্গত ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যোগীহাটি গ্রামে অবস্থিত। ইহা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। ইহা ১৯৭৩ ইং সালে জাতীয়করন করা হয়। বর্তমানে বিদ্যালয়ে দুইটি ভবন আছে। দুইটি পাকা ভবন আছে। দুইটি পাকা ভবন ও একটি টিনের ঘর আছে। বিদ্যালয়ে ৩৪০ জন ছাত্র/ছাত্রী অধ্যায়ন করতেছে। এটি একটি শিফট বিশিষ্ট বিদ্যালয়। সকল ৯.৩০ মিনিটে ক্লাশ কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪.১৫ মিনিটে ক্লাশ শেষ হয়। শিক্ষাবৃন্দ যথারিতি বিদ্যালয়ে আগমন প্রস্থান করেন। এই বিদ্যালয়টি একাটি আদর্শ বিদ্যালয়। আমরা সকলেই এই বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করি।
খঃ হাফিজ উদ্দিন সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রথম উদ্দ্যোগ গ্রহন করেন। তাকে সহযোগীতা করেন সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জনাব খঃ হাজী আজগর আলী, জনাব খঃ আবুল হোসেন ও বন্দে আলী মিঞা ভূমি দান করেন। এছাড়াও বিভিন্ন কাজে সহযোগীতা করেন আঃ হালিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ দরাজ আলী তালুকদার, মোঃ তোফায়েল আহম্মেদ, ছোলাল আলী আকন্দ, ছাবেদ আলী, অন্যান্য ব্যক্তিবর্গ।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মমতাজ খন্দকার | সভাপতি |
২ | আকতার হোসেন | সহ-সভাপতি |
৩ | মোঃ জাফর | সদস্য |
৪ | মোঃ লাল মিয়া | সদস্য |
৫ | মোঃ লুৎফর রহমান | সদস্য |
৬ | আবিদা জামিলা | সদস্য |
৭ | মোঃ আঃ হালিম তালুকদার | সদস্য |
৮ | জনাবা রেবেকা সুলতানা | সদস্য |
৯ | জনাবা রাহেলা বেগম | সদস্য |
১০ | মোঃ মাসুদ মিয়া | সদস্য |
১১ | জনাবা হাফিজা আক্তার | সদস্য সচিব |
পরীক্ষার সাল | পাশের হার |
২০১৩ | ১০০% |
২০১২ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১০ | ১০০% |
২০০৯ | ১০০% |
২০০৭ সালে সাধারন বৃত্তি ১ জন।
ঝরে পড়ার হার হ্রাস,শত ভাগ পাশ এবং সরকারি প্রাথমিক বৃত্তি লাভ।
সকল শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা। পাশের হার শত ভাগ অব্যাহত রাখা, ঝরে পড়ার হার শূণ্যের কোঠায় নামিয়ে আনা, নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় পরিচালনা করা এবং বিদ্যালয়কে একটি মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবেপ্রতিষ্ঠা করা।
যোগীহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,ডাকঘর- শিয়ালকোল, ঘাটাইল, টাঙ্গাইল।
v প্রথম শ্রেণীঃ আশা খাতুন,আয়শা আক্তার,হিমেল,কাব্বির,সিহাদ।
v ২য় শ্রেণীঃ নূরী আক্তার,সাবিনা আক্তার,কামরুল ইসলাম,সম্পদ সাহা,জিহাদ।
v ৩য় শ্রেণীঃ সুমাইয়া,রিপন,চেতন সাহা,মিতু খাতুন,লামিয়া।
v ৪র্থ শ্রেণীঃ ফাহিম সরকার,আবু রায়হান,হামিদ,সুমাইয়া,সায়মন তাং।
v ৫ম শ্রেণীঃ জবা,নাসরিন,শাকিল,মিলন,আনিকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস